নড়াইলে নিম্ন আয়ের পেশাজীবীদের মাঝে ঋণ বিতরণ

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:০৮:৩২ এম

 

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত ১০,৫০ ও ১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৫০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কীম এর আওতায় নড়াইলে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংকের নড়াইল প্রিন্সিপাল অফিসের সভাকক্ষে বৃহস্পতিবার সকালে এ ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজার’স অফিস, খুলনার জেনারেল ম্যানেজার শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক লিমিটেড নড়াইলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম মহব্বত হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক নিশাত জাহান।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মো. শামীম আল মামুন, সোনালী ব্যাংকের নড়াইলের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হারুনূর রশিদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের নড়াইল আঞ্চলিক কার্যালয়ের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রতাপ কুমার বিশ্বাস, রূপালী ব্যাংকের ড়াইলের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার শিকদার।

জানা গেছে, সোনালী ব্যাংকসহ জেলার ২১ ব্যাংকের মাধ্যমে ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে মোট ১০৮ জনকে ১ কোটি ৬০ লাখ ২০ হাজার ঋণ দেয়া হয়।

এসময় জেলার ২১ ব্যাংকের ম্যানেজার, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার পলয় চক্রবর্তী, এস এম জিহাদুল হাসান, আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।