জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

যশোরে ৪ লাখ ৬৫ হাজার শিশু খাবে কৃমির ওষুধ

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ১২:২৭:৪৬ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে চার লাখ ৬৫ হাজার শিশুকে কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে। এ লক্ষ্যে রোববার সকালে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন হয়েছে। কালেক্টরেট স্কুলে সপ্তাহটির উদ্বোধন করা হয়। এসময় শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয়।  আগামী ২৬ মার্চ এই সপ্তাহ শেষ হবে।

প্রধান অতিথি হিসেবে এদিন সপ্তাহব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। এর আগে একটি আলোচনা সভা হয়। এতে ডেপুটি সিভিল সার্জনর নাজমুস সাদিকের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সামিউল আলিম, কালেক্টরেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ।

সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক স্যানিটারী ইন্সপেক্টর শিশির কান্তি পাল জানান, জেলায়  কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানোর টার্গেট ৪ লাখ ৬৫ হাজার। ওষুধ আছে ৪ লাখ ৮০ হাজার।