প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ির মামলা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৬:৩৬:৩৫ এম

 

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক বৃদ্ধা শাশুড়ি। রোববার শহরের নলডাঙ্গা রোড বেজপাড়ার মৃত. ইমান আলীর স্ত্রী সুফিয়া বেগম। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি জেসমিন সুলতানা বেজপাড়া মসজিদ বাড়ির মৃত কামরুজ্জামানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবির হোসেন জনি।

মামলার অভিযোগে জানা গেছে, সুফিয়া বেগমের দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে কামরুজ্জামানের স্ত্রী জেসমিন সুলতানা। পিতা-মাতা, ভাই-বোন জীবিত থাকা অবস্থায় ২০১৭ সালের ১৫ নভেম্বর কামরুজ্জামান মারা যায়। কামরুজ্জামান যে বাড়িতে বসবাস করত সে বাড়ির মালিক তার পিতা। কামরুজ্জামানের পিতা জীবিত থাকা অবস্থায় স্ত্রী-সন্তানদের প্রাপ্য অনুযায়ী তিনি হেবা ঘোষণার মাধ্যমে নি:স্বত্ববান হন। এছাড়া ইমান আলী ২০১০ সালের ১৪ ডিসেম্বর বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া গ্রামের মীরা মতিনসহ তার শরিকদের কাছ থেকে শহরের পুরাতন কসবায় ২.৭৫ শতক জমি কিনে দুই ছেলের নামে লিখে দেন। ফলে বেজপাড়া ও পুরাতনকসাবার জমি থেকে দুই ছেলে ৩.২১০ শতক জমির মলিক হন। কামরুজ্জামান ২০১৭ সালের ১৫ নভেম্বর মারা গেলেও তার সুচতুর স্ত্রী জেসমিন সুলতানা মিথ্যা তথ্য দিয়ে ওয়ারেশ সার্টিফিকেট তৈরি করে ২০২০ সালের ২৪ মার্চ নাম জারির জন্য সহকারী ভূমি কমিশনারের দফতরে আবেদন করেন। এরপর শাশুড়ি সুফিয়া বেগমকে অনুপস্থিত দেখিয়ে ওই বছরের ১০ জুন আদেশ নেন। এ আদেশ দিয়ে জেসমিন সুলতানা অবৈধভাবে জমির মালিক হয়েছেন। গত ১১ মার্চ বিষয়টি জনতে পেরে তিনি খোঁজ নিয়ে রোববার আদালতে এ মামলা করেছেন।