জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৯:২২:৪৬ পিএম

 

খুলনা প্রতিনিধি: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন সভায় সভাপতিত্ব করেন। এসময় ৬০টি সরকারি দপ্তরের সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, সপ্তাহব্যাপী ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) তাপস কুমার পাল বলেন, খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত মাস থেকে এ পর্যন্ত ৫২টি মামলা হয়েছে। নিষ্পত্তি হয়েছে আটটি। রমজান উপলক্ষে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনশত ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, জেলায় অনাবাদি পতিত জমি আছে ১০ হাজার ৯৭৫ হেক্টর। এরমধ্যে ১৩ শতাংশ জমিকে নতুন করে চাষের আওতায় আনা হয়েছে। চলমান বোরো মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। খুলনা জেলায় ৭০ হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে দুই হাজার কৃষকের মাঝে পাটবীজ বিতরণ করা হবে।