চাকরির প্রলোভনে নারীকে সৌদি আরবে বিক্রির অভিযোগে মা-ছেলের বিরুদ্ধে মামলা

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৩:৪৯:৫৩ এম

 

নিজস্ব প্রতিবেদক: গৃহকর্মীর চাকরির প্রলোভন দিয়ে এক নারীকে সৌদি আরবে নিয়ে বিক্রির অভিযোগে মা-ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে এ মামলা করেছেন। আসামিরা হলো, যশোর সদরের সিতারামপুর (নোয়াখালী পাড়া) গ্রামের নূর  ইসলামের স্ত্রী মমতাজ বেগম ও তার ছেলে আব্দুর রহমান। মানবপাচার দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদরের বালিয়াডাঙ্গার ওই নারী দরিদ্র অসহায় পরিবারের মানুষ। আসামিরা তার পূর্ব পরিচিত। দারিদ্রতার সুযোগে আসামিরা তাকে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। এক পর্যায়ে আসামিদের প্রস্তাবে রাজি হলে তারা ওই নারীর কাছ থেকে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর ৬০ হাজার টাকা নেন। আসামিরা তাকে কথা দিয়েছিলেন ভালো বেতনের চাকরি দিতে ব্যর্থ হলে খরচের ৬০ হাজার টাকা ফেরতসহ ক্ষতিপূরণ দিবেন। চলতি বছরের ৮ জানুয়ারি আসামিরা ওই নারীকে ঢাকা থেকে বিমানে সৌদি আরব পাঠিয়ে গৃহকর্মীর কাজ না দিয়ে ৪ লাখ টাকায় বিক্রি করে দেন। আসামিদের পরিচিত লোকজন তাকে বিমান বন্দর থেকে নিয়ে একটি ঘরে আটকে রেখে খারাপ কাজ করে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করায়। আব্দুর রহমানের লোকজনের অত্যাচারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তারা রিয়াদের একটি অফিসে ওই নারীকে রেখে আসেন। কিছুটা সুস্থ হওয়ার পর ওই নারীকে ২৫ জানুয়ারি সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেশে ফিরে আব্দুর রহমান ও তার মায়ের সাথে যোগাযোগ করে ঘটনা জানিয়ে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চাইলে খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। গত ৪ মার্চ ওই নারী সাক্ষীদের নিয়ে আব্দুর রহমানের বাড়িতে যেয়ে টাকা ফেরত চাইলে আবারও তাদের খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। অবশেষে থানা কর্তৃপক্ষের পরামর্শে তিনি আদালতে এ মামলা  করেছেন।