সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বরখাস্ত

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০৮:৪২:২৪ এম

 

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরের ঐতিহ্যবাহী মহাকবি মাইকেল মধুসূদনের জন্মভূমি সাগরদাঁড়ির মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীকে অর্থ কেলেংকারীসহ নানাবিধ অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে নতুন ম্যানেজিং কমিটি। তার বিরুদ্ধে অর্থ আতœসাত, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি আর অনিয়মের দীর্ঘদিনের অভিযোগে রয়েছে। এম এম ইনস্টিটিউশনের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান তাকে বরখাস্ত করেন। তার অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে সহকারী প্রধান শিক্ষক গৌতম কুমার দত্তকে। তিনি তাঁর নিজ দায়িত্ব পালনের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব যথারীতি পালন করবেন। বরখস্তকৃত প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরীর স্বেচ্ছাচারিতা ও অনিয়মের কারণে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ভাবমূর্তী চরম ভাবে ক্ষুন্ন হওয়ায় শিক্ষানুরাগী এলাকাবাসী তাঁর উপরে চরমভাবে ক্ষিপ্ত ছিলো দীর্ঘদিন। বর্তমান কমিটি তার উপরে এ সাহসী পদক্ষেপ নেয়ায় শিক্ষানুরাগী এলাকাবাসী তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এব্যাপারে এম এম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী বলেন বর্তমান সভাপতির পিতা সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ আমানত আলী সভাপতি থাকাকালীন ৩ জন শিক্ষককে বৈধ কাগজপত্র না থাকার পরেও বিধিবহির্ভূতভাবে ও নীতিমালা উপেক্ষা করে নিয়োগ দিয়েছিলেন। তাদের আজও পর্যন্ত বেতন হয়নি সেই শিক্ষকদের বিতন বলি করতে আমার উপর চাপ দেয়। তাছাড়া আমি বর্তমান সভাপতির অনৈতিক কর্মকান্ডে ও অর্থ আতœসাতের সহযোগিতা করতে রাজী না হওয়ায় তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে বরখাস্ত করেন। শিক্ষা বোর্ডের ১৯৭৯ সালের পরিপত্রের ১৩(১) ধারা অনুযায়ী আহবায়ক কমিটি কাউকে বরখাস্ত করা কমিটির এখতিয়ার বহির্ভূত। আহবায়ক কমিটি আমাকে বরখাস্ত করার ক্ষমতা রাখেনা। তাছাড়া বেসরকারি শিক্ষাক স্কুল কলেজের এমপিও নিতিমালা মালার ২০২১ এর ১৯ ধারায় মোতাবেক আহবায়ক কমিটি কাউকে বরখাস্ত করার এখতিয়ার নেই।