বাগেরহাটে শিশু একাডেমির নবীন বরণ অনুষ্ঠান

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১০:০৬:০৮ এম

 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে শিশু একাডেমির আয়োজনে মঙ্গলবার সকালে সাংস্কৃতিক উৎসব ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান। এ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করতে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দু কুমার বিশ^াস বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ কর্ণধর। প্রতিটি শিশুর মাঝেই নিহিত আছে অমিত সম্ভাবনা। এদের ভিতর লুকাইত পূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ও তাদের সুকুমার বৃত্তির চর্চাকে এগিয়ে নিতে শিশু একাডেমির মাধ্যমে সরকার এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ সফল হলে আগামী দিনের রাষ্ট্র নায়করা দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম হবেন। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন , জেলা ক্রীড়া কর্মকর্তা শেখ মিজানুর রহমান, সাংবাদিক শেখ আজমল হোসেন। বক্তৃতা করেন বাগেরহাট সদরের মধুমতি ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মাসুদ, কচুয়া উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম ফরাজী প্রমুখ। উদ্বোধনী পর্ব শেষে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদের নৃত্য, দেশাত্ববোধক গান, জারি গান, কবিতা আবৃত্তি  দর্শক- শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদেরকে পুরস্কৃত করা হয়।