বড়দিয়ায় উদীচী উৎসবে বোমা হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০১:০৮:২৪ এম

 

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের বড়দিয়ায় উদীচী উৎসবে বোমা হামলার প্রতিবাদে উদীচী যশোরের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচিতে সাংস্কৃতিককর্মিসহ সাধারণ পথচারিরাও হাতে হাত ধরে অংশ নেয় এই অহিংস কর্মসূচিতে। এসময় আয়োজক সংগঠন উদীচী যশোরের সহসভাপতি আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোরের সভাপতি বিশিস্ট সাংস্কৃতিকজন হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমি যশোরের সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, মাহাবুবুর রহমান মজনু, চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান,  ছড়াকার ও সাংবাদিক রিমন খান, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক প্রণব দাস, উদীচী যশোরের খন্দকার রজিবুল ইসলাম টিলন, বাউলিয়া সংঘ যশোরের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী যশোরের  সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব এবং সঞ্চালনা করেন উদীচী  যশোরের সহসম্পাদক শুভংকর গুপ্ত।