চাঁদেরহাটের তিনদিনের চিত্র প্রদর্শনী শেষ, ২৬ চিত্র শিল্পীকে শুভেচ্ছা স্মারক

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল , ২০২৪, ০২:৫৪:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু কিশোরদের সংগঠন চাঁদের হাট যশোর আয়োজিত ২৬ শিল্পীর আঁকা তিনদিনের চিত্রপ্রদর্শনী শেষ হয়েছে। যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে বুধবার সন্ধ্যায় এই সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। এসময় তিনি বলেন, সংস্কৃতি চর্চায় অগ্রসর জেলা যশোর। শিল্পের নানা মাধ্যমে শিল্পীরা মানুষের জীবনকে উৎকীর্ণ করেন। মানুষের সামাজিক, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক উৎকর্ষতার জন্য লড়াই করছে বিশ্বের শিল্পীরা। এ দেশের শিল্পীদের সংগ্রামও বিশ্বের ইতিহাসে উল্লেখযোগ্য। গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লড়াইয়ে শিল্পীরা আজও প্রথম সারির যোদ্ধা হিসেবে ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, চাঁদের হাটের এই আর্ট ক্যাম্পের মধ্য দিয়ে ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতার  নানা দৃশ্যপট উঠে এসেছে। উঠে এসেছে নারী জাগরণের নানা জয়গান।

 

আয়োজক সংগঠনের সভাপতি সাংবাদিক ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বক্তব্য রাখেন চিত্রশিল্পী কৃষি গৌতম। এসময় অংশগ্রহণকারী ২৬ চিত্রশিল্পীর মধ্যে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।  যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জেলা পূজা পরিষদের সভাপতি দিপাঙ্কর দাস রতন, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদ রহমান, বীর  মুক্তিযোদ্ধা ও কলামিস্ট আমিরুল ইসলাম রিন্টুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

২০ মার্চ এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।