এমএম কলেজ ডিবেটিং সোসাইটির কর্মশালা

হৃদয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ধারণ করতে হবে : বিভাগীয় কমিশনার

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৬:২১:৩৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ (এমএম কলেজ) ডিবেটিং সোসাইটির কর্মশালায় খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, ৭১ সালে আমাদের বড় অর্জন স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কারণে এ অর্জন সম্ভব হয়েছে। কিন্তু আমরা মুখে স্বাধীনতার কথা বলি, সেটা কি হৃদয়ে ধারণ করি? হৃদয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস ধারণ করতে হবে। তবেই নিজের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। সেই সাথে জ্ঞানের পেছনে দৌড়াতে হবে। আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ হতে হবে। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।
বুধবার কলেজের হল রুমে আয়োজিত দিনব্যাপী বিতর্ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, যশোর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ, সরকারি মাইকেল মধুসূদন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী, বিতর্ক কর্মশালার আহবায়ক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এম আর জাকারিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মেহেদী হাসান। দিনব্যাপী এ কর্মশালায় যশোর, নোয়াখালী, ময়মনসিংহ, রাজশাহী ও ঝিনাইদহ জেলার আঞ্চলিক দল অংশ নেয়।