কয়রায় ৮২ কেজি হরিণের মাংসসহ নৌকা জব্দ

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৪:১৭:০৯ পিএম

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:  সুন্দরবন পশ্চিম বন বিভাগের খাশিটানা বন টহল ফাঁড়ির অধিনস্থ ছেড়ার নদী এলাকায় অভিযান চালিয়ে ৮২ কেজি হরিণের মাংস সহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে খাশিটানা বন টহল ফাাঁড়ি ও আংটিহারা কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এ সকল হরিণের মাংস  ও নৌকা জব্দ করে। খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, সুন্দরবনের ছেড়া নদীতে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে হরিণের মাংস ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪ টি বস্তায় ৮২ কেজি মাংস ও ২০ টি পা উদ্ধার করার পাশাপাশি ১ টি নৌকা জব্দ করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে মাটিতে পুতে নষ্ট করা হয়েছে।