স্বাধীনতা দিবসে ৮০০ রোগীকে চিকিৎসা দিলেন ডা. নিকুঞ্জ বিহারী

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৩:৩৬:৫৭ পিএম

 

বাঘারপাড়া (পৌর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোববার বাঘারপাড়া মহিলা মাদ্রাসায় দিনব্যাপী এ কর্মসূচিতে সাড়ে ৮০০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন অনুষ্ঠানের আয়োজক অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলী। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার। বিশেষ অতিথি ছিলেন, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বাঘারপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি বুলবুল মোর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম। এর আগে শহীদের স্মরণে স্বাধীনতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান তিনি।

এ কর্মসূচিতে ডা. নিকুঞ্জ বিহারী ছাড়াও যশোরের আরো ৮ জন চিকিৎসক বিভিন্ন রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। তারা হলেন, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এফসিপিএস শিশু ডা. পলাশ কুমার বিশ্বাস, এমডি মেডিসিন ডা. গৌতম ঘোষ, কনসালটেন্ট ডা. মোঃ তহিদুল ইসলাম, এফসিপিএস এমএস সার্জারি ডা. মাহমুদুল হাসান পান্নু, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পূর্ণবাসন প্রতিষ্ঠান নিটোর এসএস অর্থ কল সেন্টার ডা. পার্থ প্রতিম চক্রবর্তী, ডেন্টাল সার্জন ডা. মাহবুবুর রহমান, ডা. আরিফ প্রমুখ।