নাভারণ বাজারে কেজি দরে তরমুজ ব্যবসায়ীকে জরিমানা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১১:২৫:০০ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শার নাভারণ বাজারে ওষুধ ও তরমুজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীণ ওষুধ ও কেজি দরে তরমুজ বিক্রি করায় জরিমানা করে আদায় করা হয়। মঙ্গলবার সকালে অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

অভিযানে মেসার্স মুকুল ফার্মেসি তল্লাশি করে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। একই বাজারের তরমুজ ব্যবসায়ী আরিফ পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। তার দোকানে ওজন মাপার যন্ত্র ও কেজিতে তরমুজ বিক্রির সতত্যা পাওয়ায় তাকে জরিমানা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।