আগামী ৫০ বছরে কৃষি হবে সব থেকে বড় শিল্প : নারায়ণ চন্দ্র চন্দ এমপি

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১১:২৫:৪৬ এম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি  : সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, জমি ধরে রাখেন একদিন এই জমিতে কথা বলবে। সারাবিশে^র যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আগামী ৫০ বছরে দেখবেন কৃষি হবে সবথেকে বড় শিল্প। মঙ্গলবার বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শিবপুর গ্রামে বাসন্তী পুজা মন্দির পরিদর্শনে যেয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেছেন জলমা ইউনিয়ন ও গুটুদিয়া ইউনিয়নে যে পরিমানে প্লটিং হচ্ছে, সোনার টুকরো জমি যেখানে সোনা ফলে আজ বিক্রি করে দিয়ে শহরে রূপান্তরিত হচ্ছে এটা কিন্তু দেশ ও আপনাদের জন্য শুভ কিছু বয়ে আনবে না। ইউনিয়ন আলীগ নেতা পরিতোষ সরকারের সভাপতিত্বে শিবপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ আরো বলেন, জমি বিক্রির টাকা ধরে রাখা যায়না। টাকার কিন্তু নিশ্চয়তা নেই, ব্যাংকও ফল্ট করতে পারে। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ব্যাংকও ফল্ট করে গেছে। অর্থাৎ সোনার টুকরো জমি ধরে রাখেন একদিন এই জমিতেই কথা বলবে। জমি কোনদিন ফল্ট করবে না। সারাবিশে^র যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আগামী ৫০ বছরে দেখবেন কৃষি হবে সবথেকে বড় শিল্প। কারণ মানুষ যত সভ্যহোক মঙ্গলগ্রহ বা চন্দ্র গ্রহে যদি যায় তাদের খাবার কিন্তু এই জমিতে। অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ। এ সময়ে উপস্থিত ছিলেন প্রবীন আলীগ নেতা য্যোতিন্দ্রনাথ মন্ডল, প্রধান শিক্ষক গৌরি মন্ডল, কাজী আব্দুল মজিদ, শিশির ফৌজদার, সঞ্জয় দেবনাথ, প্রভাষক গোবিন্দ ঘোষ, সমীর দে গোরা প্রমুখ।