নারী মুক্তিযোদ্ধাদের বাগেরহাট ফাউন্ডেশনের সম্মাননা

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৩:১৪:৪০ এম

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করেছে বাগেরহাট ফাউন্ডেশন নামক একটি সামাজিক সংগঠন। ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার বিকালে এ সি লাহা মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব  করেন এ প্রতিষ্ঠানের সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।   এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।  মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ^ বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক অমিত রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট ফাউন্ডেশনের সহসভাপতি  ফরিদা আক্তার বানু লুচি। বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, অধ্যাপক মোজাফ্ফর হোসেন প্রমুখ।  এ অনুষ্ঠানে ২০ জন বীর নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, বীর মুক্তিযোদ্ধা খুরশিদা ইয়াসমিন,বীর মুক্তিযোদ্ধা নুরজাহান বেগম, বীর মুক্তিযোদ্ধা লায়লা হাসান, বীর মুক্তিযোদ্ধা মাসুদা রেহানা বেগম, বীর মুক্তিযোদ্ধা মিরা বেগম, বীর মুক্তিযোদ্ধা নিলুফা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা মোসাম্মাৎ হাসিনা কবির,  বীর মুক্তিযোদ্ধা মমতাজ বেগম, বীর মুক্তিযোদ্ধা মোসাম্মাৎ উম্মে কুলসুম মল্লিক,বীর মুক্তিযোদ্ধা আয়শা বেগম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আখতার বানু, বীর মুক্তিযোদ্ধা হাসিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মেরী বেগম, বীর মুক্তিযোদ্ধা প্রমিতা রায়, বীর মুক্তিযোদ্ধা রমনী রায়, বীর মুক্তিযোদ্ধা ভারতী অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মাসাম্মাৎ ফরিদা বেগম, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তরুলতা রায়, বীর মুক্তিযোদ্ধা রেনুকা রায়।