বেশিদামে পাকাকলা বিক্রি করায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৯:১২:০৭ পিএম

 

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর পৌর শহরে বেশি দামে পাকাকলা বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজার মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা পৌর শহরে পাকাকলার বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় শহরের মাইকেল মধুসূদন সড়কে আলতাপোলের পাকাকলা ব্যবসায়ী আবু সাইদের বিরুদ্ধে বেশি দামে কলা বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।

এব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন দৈনিক স্পন্দনকে বলেন, পবিত্র মাহে রমজানকে পুঁজি করে কেশবপুরের বিভিন্ন বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত ফায়দা নিচ্ছে। এখন থেকে বাজার নিয়ন্ত্রনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।