দলের দুঃসময়ে খাদিজার মত নেত্রীদের প্রয়োজনীয়তা স্পষ্টভাবে ফুটে ওঠে : শেখ হারুন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৮:২৩:১১ পিএম

দাকোপ প্রতিনিধি: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনককে স্বপরিবারে হত্যার পর এ দেশে আওয়ামী লীগের নিবেদিত প্রাণ, ত্যাগী নেতা কর্মির প্রয়োজনীয়তা স্পষ্টভাবে ফুটে ওঠে। দলের সকল দুঃসময়ে এই ত্যাগী নেতাকর্মিরা তাদের ত্যাগ ও শ্রমের বিনিময়ে দলকে উজ্জীবিত করে ক্ষমতায় আসতে মূখ্য ভূমিকা পালন করেছে। মরহুম খাদিজা আকতার ছিলেন তেমন একজন নিবেদিত প্রাণ। প্রকৃত মুজিব আদর্শের ত্যাগীনেত্রী। যিনি আমৃত্যু দলের প্রতি বিশ্বস্ত ছিলেন। বর্তমান প্রেক্ষাপটে তার মত আদর্শবান নেতানেত্রী অনেক বেশি প্রয়োজন। আমাদের খাদিজার রাজনৈতিক আদর্শ ধারণ করে দলের প্রতি শতভাগ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।

উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম খাদিজা আকতারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ শেখ হারুনুর রশিদ এসব কথা বলেন।

শনিবার বিকালে দাকোপের চালনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের সর্বকালের শ্রেষ্ঠ রাষ্টনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের অসহায় গরিব দুখি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে ৩৩ প্রকার ভাতা ব্যবস্থা চালু করেছেন।

দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি বিজয় লক্ষী সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক লিপিকা বৈরাগী ও যুবনেতা রতন কুমার মন্ডলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ণ, খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ শেখ আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, জেলা আ’লীগনেতা শিউলি সরোয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, সাধারণ সম্পাদক নাজনীন নাহার কণা, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, চালনা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি রনজিত কুমার মন্ডল, জয়ন্তী রানী সরদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, মিহির মন্ডল, অসিত বরণ সাহা, দীপংকর রায়, চালনা পৌর আ.লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়, কনিকা বৈরাগী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, কে এম কবির হোসেন, সৌদি তায়েফ আ.লীগের সিনিয়র সহসভাপতি মোঃ  রাজ্জাক ফারাজি, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, মাসুম আলী ফকির, গোলাম হোসেন শেখ, উপজেলা শ্রমিক লীগ ও প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান, তাপস জেয়াদ্দার, মোঃ শিপন ভূঁইয়া, আজগর হোসেন ছাব্বির, স্বপন রায়, সরোজিত রায় কুঞ্জু, মীর্জা সাইফুল ইসলাম টুটুল, অধ্যাপক সুপদ রায়, জুলফিক্কার গাজী জুলু, জ্যোতি শংকর রায়, অপারাজিতা মন্ডল অপু, জি এম রেজা, অমরেশ ঢালী, উপজেলা যুবলীগনেতা আব্দুল্লাহ আল মাসুম, শেখ জাহিদুর রহমান মিল্টন, শেখ মেহেদী হাসান বুলবুল, বিধান চন্দ্র বিশ^াস, রেজাউল ইসলাম রেজা,কবিরুল ইসলাম মনা, চিশতি নাজমুল বাশার সম্রাট, মহিলা আওয়ামীলীগনেত্রী কনিকা বৈরাগী, চম্পা রায়, নাসিমা বেগম, আমোদীনি রায়, অনিতা রায়, লতিকা গোলদার, রুপালী মীর্জা, লিপিকা গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারণ সম্পাদক লিটন সরদার, রাসেল কাজী, রাহুল রায় প্রমুখ। সভার শুরুতে মরহুমা খাদিজা আকতারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে গরীব অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।