যশোরে শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ

বিএনপিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, তারপর ভোট

এখন সময়: বুধবার, ১৭ এপ্রিল , ২০২৪, ০২:১৯:৪৬ এম

মিরাজুল কবীর টিটো: সম্মিলিত পেশাজীবী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার মিথ্যা স্বপ্ন দেখছেন। আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে যাদের স্বজনদের হত্যা করেছেন; তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তারপর ভোট চান। যাদের হত্যা করা হয়েছে, তাদের রক্তে ও স্বজনদের চোখের পানিতে রাজপথ ভেজা রয়েছে। সেই রাস্তা অতিক্রম করে ক্ষমতায় যেতে গেলে পিছলে পড়ে যাবেন।

শনিবার সকালে শহরের টাউন হল ময়দানে শ্রমিক সমাবেশের আয়োজন করে সম্মিলিত পেশাজীবী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যশোর জেলা শাখা। এ সময় বক্তারা আরো বলেন, যশোরের ঘোপ সেন্ট্রাল রোডের পপলু, মাইশা, বদর আলীসহ আরো অনেক মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করা হয়েছে। এতসব হত্যা সংঘটিত করার পর আপনারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন কিভাবে ? যাদের হত্যা করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পরিবারকে ১০ লাখ করে টাকা দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবে।

শ্রমিক সমাবেশ থেকে প্রেসক্লাব যশোরের সামনে রিক্সাচালককে মারধরকারী আইনজীবীকে আটকের দাবি জানান বক্তারা। সেই সাথে দাবি জানানো হয় শহরে রিক্সা স্ট্যান্ড, রিক্সার লাইসেন্স প্রদান ও ট্রাক টার্মিনাল নির্মাণের।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যশোর জেলা শাখার সদস্য জবেদ আলী, সদস্য মুন্না ইসলাম, ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর, স্টিল ফার্নিচার শ্রমিক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক চান মিয়া, বিএডিসি শ্রমিক কর্মচারীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান শামীম, ঝিকরগাছা উপজেলা ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব হাসান গড়ি, অটো টেম্পু, থ্রীহুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউসুফ সিকদার, জাতীয় রিক্সা, ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা শাখার যুগ্ম সম্পাদক খান মোহাম্মদ ওসমান, জেলা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু হাসান টাংকু প্রমুখ।