যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:৩২:৪৬ পিএম

 

প্রেসবিজ্ঞপ্তি : তৃতীয় বারের মত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়েও (যবিপ্রবি) ¯œাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৮৮০ পরীক্ষার্থী এই ইউনিটটির পরীক্ষায় অংশ নেয়। উপস্থিতি হার ছিল ৯৮ দশমিক ৩০ শতাংশের বেশি। জিএসটিভুক্ত সমন্বিত এই ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা অংশ নেয়। আগামী ৩ জুন ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সাথে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলন বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, বিশ^বিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, ড. তানভীর ইসলাম, ড. হাফিজ উদ্দিন, ড. আব্দুল্লাহ্ আল মামুন, ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জ্যেষ্ঠ অধ্যাপক ড. আনিছুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক মুহা. আমিনুল হক, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল প্রমুখ।