যশোর দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগ

প্রাইম কোচিংয়ের দ্বিতীয় ও সূর্য্য শিখার প্রথম জয়

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০১:৩১:১২ পিএম

 

 

ক্রীড়া প্রতিবেদক: কয়েকদিন বিরতির পর মঙ্গলবার আবারও শুরু হয়েছে যশোর দ্বিতীয় বিভাগ (টায়ার-১) ক্রিকেট লিগ। গতকালকের খেলায় প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার দ্বিতীয় ও সূর্য্য শিখা প্রথম জয় পেয়েছে। সদরের উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে গতকাল লিগের ২ টি ম্যাচ হয়। প্রথম খেলায় প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার ৯২ রানের বড় ব্যবধানে পরাজিত করে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাবকে। প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৫ রান করে। তাদের তন্ময় ৫২, নাদিম ৪৬, সুমন ২৬, অনিক ২২, সিয়াম অপরাজিত ১৭, হাসিব ১৪ ও ইশতিয়াক ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৯ রান। দলের পক্ষে অনিক ৩ টি এবং ফাহিম ও রাফি উভয়ে ২ টি উইকেট নেন। জবাবে, ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে আর্ডেন্সী স্পোর্টিং ক্লাব। দলের পক্ষে আল মামুন ২৬,জাহিদ ২২,শুভ অপরাজিত ১৯,অলিভ ১৬,তাহসিন ১২ ও স্বাধীন ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১০ রান। তাদের ফাহিম,স্বাধীন,মমিনুল ও আল আমিন প্রত্যেকে ২ টি করে উইকেট নেন। দিনের দ্বিতীয় খেলায় সূর্য্য শিখা ১২০  রানের বিশাল ব্যবধানে পরাজিত করে যশোর বয়েজকে। সূর্য্য শিখা  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৩ রান করে। এ রানের মধ্যে মাসুম হোসেন ৪৬, সুরুজ অপরাজিত ৪৪, তানভীর ৪৩,পরশ ৪০, আশিক ও হাসান আলী উভয়ে ২১,শাওন ১৯ ও তানভীর হোসেন অপরাজিত ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। তাদের পরশ ৪৭ রানে একাই নেন ৪ টি উইকেট। এছাড়া শাওন ও সুরুজ উভয়ে ২ টি উইকেট পান। জবাবে, ২০ ওভার এক বলে ১৬৩ রানে অলআউট হয়ে যায় যশোর বয়েজ। এ রানের মধ্যে রাকিবুল একাই করেন ৬২। এছাড়া রাফিদ হাসান ৩৬ ও ইব্রাহীম মোল্লা করেন ১৩ রান। অতিরিক্ত থেকে আসে ৩১ রান। তাদের ইবাদুল হক মনি ও রাফিদ হাসান উভয়ে ২ টি উইকেট নেন।