বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৬:৩২:৫৭ এম

 

নিজস্ব প্রতিবেদক: ভ্রমণ ভিসায় বিদেশে পাঠিয়ে প্রতারণার মাধ্যমে ২১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাসসের সাংবাদিক এমএম রাশেদুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ নুর আল আহসান বাচ্চু বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনী।

আসামিরা হলো, যশোর কেশবপুরের ছোটপাথরা গ্রামের মৃত শেখ জবেদ আলীর ছেলে সংবাদ সংস্থা বাসসের সাংবাদিক এমএম রাশেদুল ইসলাম এবং গোপালগঞ্জ টুঙ্গীপাড়ার মধুখালি গ্রামের নুর আমিন ও তার স্ত্রী রাসনা বেগম।

মামলার অভিযোগে জানা গেছে, বাসসের সাংবাদিক রাশেদুল ইসলামের সাথে সাবেক চেয়ারম্যান বাচ্চুর পূর্বপরিচিত। রাশেদুলের মাধ্যমে তার অপর দুই আসামির সাথে পরিচয়। তারা দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন বলে তারা তাকে জানান। আসামি নুর আমিন মালয়েশিয়ায় ভালো বেতনে ৬জন লোক পাঠাবে বলে চেয়ারম্যানকে জানান। বিষয়টি রাশেদুলের সাথে আলোচনা করে চেয়ারম্যান অপর দুই আসামির সাথে ২১ লাখ ৬০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। ২০১৫ সালের ১৩ নভেম্বর আসামিরা ৮ লাখ ৬০ হাজার টাকা ও ৬ জনের কাগজপত্র নিয়ে যান। পর্যায়ক্রমে আসামিদের ২১ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করলে ২০১৬ সালের ১২ মার্চ আবু দাউদ, আব্দুল আহাদ, সুজন দাস, জাকাত হোসেনকে মালয়েশিয়া পাঠিয়ে দেন। তারা মালয়েশিয়া যাওয়ার পর জানতে পারেন তাদের কাজের ভিসা না দিয়ে ৩ মাসের ভ্রমণ ভিসা দিয়ে পাঠানো হয়েছে। পরে তারা পুলিশের হাতে আটক হয়ে জেলে খেটে ৮ মাস পর দেশে ফেরত আসে। বিষয়টি জানিয়ে আসামিদের কাছে টাকা ফেরত চাইলে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে গত ১৯ মে আসামিদের কাছে টাকা ফেরত চাইলে তারা দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।