মাসুম বিল্লাহ: যশোর সদরের ইছালী হযরত চাঁদশাহ আউলিয়ার ১৩৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চলা ওরশ ও মেলা পঞ্চম দিনে শহর যুবলীগের সাবেক সভাপতি ও যশোর জেলা যুবলীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক কামাল খাঁন পর্বত মাজার ও মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। সবশেষে মেলা পরিচালনা মঞ্চে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি আরিছুল আসাদ, জেলা যুবলীগের সদস্য আলমগীর, সাবেক শহর যুবলীগের অর্থসম্পাদক দেলোয়ার হোসেন টিটো, শহর যুবলীগের সাবেক দফতর সম্পাদক আশিক রানা, ইছালী ইউপি আ.লীগ নেতা জাহিদুর রহমান প্রমুখ।