মিরাজুল কবীর টিটো: যশোর শিক্ষা বোর্ডের ৫৮৯ কলেজে ৫৮ হাজার ৪৪১ আসন খালি রেখে চলছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম। কলেজে ২ লাখ ২০ হাজার ১২৯টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৮৮ শিক্ষার্থী। বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এসএম তৌহিদুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্র জানায়, একাদশ শ্রেণিতে সর্বশেষ মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হয় ৫ আগস্ট। ভর্তির শেষ সময় ছিল ১৫ আগস্ট। এসময়ে ৫৮৯ কলেজে ২ লাখ ২০ হাজার ১২৯টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬৮৮ শিক্ষার্থী। খালি রয়েছে ৫৮ হাজার ৪৪১ আসন। আসন খালি রেখে ১৫ সেপ্টেম্বর থেকে কলেজে শুরু করা হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম। এরমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে শেখ আব্দুল ওহাব মডেল কলেজে ২ শিক্ষার্থী, মাইজপাড়া কলেজে ১, গোবরা মিত্র মহাবিদ্যালয়ে ১৮, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে ৭২, কুষ্টিয়া ইসলামিয়া কলেজে ৭৬৩, কুষ্টিয়া সরকারী কেন্দ্রীয় কলেজে ৬৭০, ঝিনাইদহ কলেজে ৫৯৬ , কুষ্টিয়া সরকারী কলেজে ১০২০, ভেড়ামারা সরকারি কলেজে ৮২০ , সরকারী সুন্দরবন আদর্শ কলেজে ১১০৪ , যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে ২,সরকারী হাজী মোহাম্মদ মুহসীন কলেজে ৭৮৮, শৈলকুপা মহিলা কলেজে ৩, কুষ্টিয়া সিটি কলেজে ২৩৬ , কুমারখালী সরকারী কলেজে ৬১৮, দর্শনা সরকার কলেজে ৭৭০ , সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ১০১৭, আমলা সরকারী কলেজে ৩৯২ , মাগুরা আদর্শ কলেজে ২৯৬ , পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে ৪৩৪ , যশোর সরকারি কলেজে ৫৪০, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজে ৪৬৩, চুয়াডাঙ্গা সরকারী কলেজে ৮০১ , ড. আব্দুর রাজ্জাক পৌর কলেজে ৫৯৫ , শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে ৪৭৭, রূপসা সরকারি কলেজে ৭৬৪, আলমডাঙ্গা সরকারি কলেজে ৬১১, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে, খুলনা ৩৯৫,সাতক্ষীরা সিটি কলেজে ২২৩, ঝিনাইদহ কেশব চন্দ্র কলেজে ৮২৬, গাংনী সরকারী ডিগ্রি কলেজে ৩৬৮, কুষ্টিয়া আদর্শ কলেজে মোহিনী মিলসে ১৬৪ , সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে বাগেরহাট ৮২৩ , লোহাগাড়া সরকারি আদর্শ কলেজে ৫২৪ , সাতক্ষীরা সরকারী কলেজে ১০২৮ , কুষ্টিয়া সরকারী গার্লস কলেজে ৯২৪ , যশোর হামিদপুর আল-হেরা কলেজে ৩০৬ , যশোর সরকারী সিটি কলেজে ৫৯৯ , যশোর ক্যান্টনমেন্ট কলেজে ৯০৬, সরকারি ব্রজলাল কলেজে দৌলতপুর ৫৫৮ . সরকারি নুরুন্নাহার মহিলা কলেজে ৫৮৯ ,খাশমাথুরাপুর পিপলস কলেজে ১৪৯, ,মাগুরা সরকারী এইচ.এস.এস. কলেজে ৭৬৯ , শ্রীপুর সরকারী ডিগ্রী কলেজে ৩২২ , বাশগ্রাম আলাউদ্দিন আহমেদ কলেজে ১৯৬ , সৈয়দ মাস-উদ রুমি কলেজে ১৪১ , মেহেরপুর সরকারী কলেজে ৪৯৯, খোকসা সরকারী কলেজে ৪২৯, নড়াইল সরকার ভিক্টোরিয়া কলেজে ৭৫৩ , সরকারী শাহপুর মধুগ্রাম কলেজে ৫৯০, শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ২১০ , মহেশপুর সরকারী ডিগ্রী কলেজে ৪০৫, খুলনা সরকারী কলেজে ৫৩৪ , জীবননগর কলেজে ২৪১, পোড়াদহ কলেজে ২৬২, সহিদ স্মৃতি মহাবিদ্যালয়ে ৩০৩, যশোর কলেজে ২৫৬,দৌলতপুর মুহসিন গার্লস কলেজে ২৩৭ , নোয়াপাড়া সরকারী কলেজে ৪৬৫ , খান জাহান আলী কলেজে ১৭৬ , মাগুরা সরকারী মহিলা কলেজে ৫৭২ . সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে ৪৭৯, হাজী আব্দুল মালেক ইসলামিয়া কলেজে ৭৫ ,যশোর উপশহর মহিলা কলেজে ২৩৮ , যশোর সিংগিয়া আদর্শ কলেজে ৩৪৫ , সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে ৫৫৫ , খুলনা সরকারী মডেল স্কুল অ্যান্ড কলেজে ৫২৭ , সরকারী কে এম এইচ কলেজে ৫৪১ , আব্দুল ওয়াদুদ শাহ কলেজে ১৮১ , ফুলতলা মোজাম মোহালদার কলেজে ২৩৩ , সরকারি পাইওনিয়ার গার্লস কলেজে ৮৪৩ , যশোর বিএএফ শাহীন কলেজে ১৯৯, শরণখোলা আব্দুল হাই সিটি কলেজে ১১২, শরণখোলা সরকারী কলেজে ২৭০, যশোর মনিরামপুর কলেজে ২৫০ ,কেশবপুর সরকারী ডিগ্রী কলেজ ৪০৫ ,কলারোয়া সরকারী কলেজ ৪৯৮ , চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজে ৬৪২ , বদরগঞ্জ কলেজে ৮৯ , যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে ৭১৬ , মেহেরপুর সরকারী মহিলা কলেজে ৬৯০, এম. এস. জোহা মহাবিদ্যালয়ে ১৯৪ , সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ ২২৫ , তালসার জি. টি. কলেজে ২০ , খুলনা আজম খান সরকারী কমার্স কলেজে ৩২৯ , যশোর কাজী নজরুল ইসলাম কলেজে ৩৩৭ , দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২৩১ , খুলনা আহসানউল্লাহ কলেজে ২৯৫ , শ্যামনগর সরকারি মুহসিন ডিগ্রী কলেজে ৩৪২ , গড়াই মহিলা কলেজে ১৬৬ , মুজিবনগর সরকারী ডিগ্রী কলেজে ১৯৩ , ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজে ১৫৬ , যশোর শার্শা উপজেলা কলেজে ২৭১ , সরকারি লালন শাহ কলেজে ১৭৪ , অমরেশ বসু কলেজে ১৭০, বাগেরহাট সরকারী গার্লস কলেজে ৩৭৭ ,খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ১২৬, খান জাহান আলী আইডিয়াল কলেজ ২৬৫, যশোর উপশহর কলেজে ১৫৬ , ভেড়ামারা সরকারি মহিলা কলেজে ৩২৯, সরকারি খানবাহাদুর আহসানউল্লা কলেজে ৩৬২ , শেখপাড়া দুখী মাহমুদ কলেজে ৩৪৯ , সরকারী বটিয়াঘাটা কলেজে ৩০০ , খুলনা সরকারী গার্লস কলেজে ৮০৭, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কলেজে ৩৪৫, পদ্মাপুকুর সরকারি ডিগ্রী কলেজে ৩৩২, সীমান্ত আদর্শ কলেজে ৩৭৯ ,খাজুরা সরকারী শহীদ সিরাজুদ্দিন হোসেন কলেজে ২২১. আদর্শ মহিলা কলেজে ১৩৪ , সলিমাবাদ কলেজে ৩০২, সুন্দরবন মহিলা কলেজে ১১৫ , খুলনা শাহ্ ওয়ার্ড সুইডি কলেজে ১২৫ , কাঞ্চন নগর মডেল স্কুল অ্যান্ড কলেজে ১১৭, সরকারী শহীদ মশিউর রহমান কলেজে ২১৮ , খুলনা পাবলিক কলেজে ৩৪৪ , শৈলকুপা সিটি কলেজে ৭৪ ,যশোর ভবদহ মহাবিদ্যাল২েয় ১১৬, কুষ্টিয়া খাতের আলী কলেজে ১৩৭ ,ফকিরহাট কাজী আজহার আলী কলেজে ২২১ ,কালিয়া সরকারি শহীদ আবদুস সালাম ডিগ্রি কলেজে ২৭২ , লক্ষ্মীপাশা আইডিয়াল মহিলা কলেজে ১৮৪, যশোর বাগআঁছড়া আফিলউদ্দিন কলেজে ২৫৮ , বেনাপোল কলেজে ১২৬ , নাজির আহমেদ কলেজে ১৯৪ , মিয়া জিন্নাহ আলম কলেজে ১৬৭ ,আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে ১০৬ , পাইকগাছা সরকারি কলেজে ২৫৯ , যশোর সরকারি মহিলা কলেজে ৬৫৩ , নতুনহাট পাবলিক কলেজে ২৮৭ , হাবিবুল আলম বীর প্রতীক কলেজে ১০৪ , মংলা সরকারী কলেজে ২৫৯ , ড. মুহাম্মদ ফজলুল হক গার্লস কলেজে ২১৭ ,যশোর নাভারন কলেজে ১৩২ , বিনোদপুর কলেজে ১৫৯ , ভাটাববাজার ডিগ্রী ক কলেজে ২১৮ , রাইচরণ তারিণী চরণ কলেজে ১৪৮ , এ. রউফ কলেজে ২৪৮ , যশোর বাঘারপাড়া কলেজে ১২১ , যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে ৪১ , কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৭১ , রামপাল সরকারি কলেজে ১০৯ , সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে ২৩২ , কালীগঞ্জ সরকারি কলেজে ৩১৭ , বাজুয়া সুরেন্দ্র নাথ কলেজে, সহিদ আবুল কাশেম কলেজে ১১৬ , নোয়াপাড়া মডেল কলেজে ২৮৬ ,পান্তি কলেজে ২০১ , জীবননগর সরকারি আদর্শ মহিলা কলেজে ২৫৬ , দ্বারকা দাস আগারোয়ালা মহিলা কলেজে ২২৮ , ঝাউদিয়া মহাবিদ্যালয়ে ১৬৪ , তাতুল শেখ কলেজে ২৬৩ , বেলায়েত হোসেন কলেজে ১৩২ , খুলনা ইসলামিয়া কলেজে ৮৫ , কাজদিয়া সরকারীউচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১৪৭ , দৌলতপুর কলেজে ১৪৬ , চিতলমারী সরকারী মহিলা ডিগ্রী কলেজে ১৩৪ , হাজী আরশাদ আলী কলেজে ১২৫ , আরাজিসুলতানপুর বকশীপুর চাকলা দেবীপুর কলেজে ৩৬২ , উথালী কলেজে ৯৬, পায়রাহাট ইউনাইটেড কলেজে ১৭৫ ,নোয়াপাড়া মহিলা কলেজে ৮৩ , কয়রা সরকারি মহিলা কলেজে ১৩১ , যশোর রূপদিয়া শহীদ স্মৃতি কলেজে ২৪০ , এম. আহাদ কলেজ ১৬৪ , নাসির উদ্দিন বিশ্বাস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১৫ , যশোর ছাতিয়ানতলা বালিকা বিদ্যালয় ও ইউনাইটেড কলেজে ২১৯ , যশোর গঙ্গানন্দপুর কলেজে ২৩০ , গাংনী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৮৭ , রংপুর কলেজে ৬৭ , চুকনগর কলেজে ৩০৬,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ১৩৬ , নওয়াবেকি মহাবিদ্যালয়ে ১৩৬, আলহাজ আমজাদ আলী ফয়জুর রহমান মহিল্লা কলেজে ২৬৮, সলুয়া নিউ মডেল কলেজে ১০৪ ,শার্শা মহিলা কলেজে ৫ ,ভৈরব আদর্শ মহাবিদ্যালয়ে ৭৪ , ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজে ১ , মংলা সরকার মহিলা কলেজে ১৩১ , যাদুখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৭১ , নড়াইল সরকার মহিলা কলেজে ২৯৪ , যোগদল সম্মিলনী কলেজে ৭৬ , নোহাটা গার্লস স্কুল অ্যান্ড আইডিয়াল কলেজে ৭৩ , কাতলাগাড়ি কলেজে ৭৯ , শাহ আলী কলেজে ৩, যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ৪২ , দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৪০, সুনুপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ১১ , মনোরঞ্জন কলেজে ১৪৬, ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫ , খলিসাকুন্ডি কলেজে ৭২ , গোয়ালগ্রাম কলেজে ১৩৭ , হরিণাকুণ্ডু সালেহা বেগম মহিলা কলেজে ২১৪ , উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে ১১২ , শালিখা আড়পাড়া কলেজে ৬১, মোলয় নগর দারিয়াপুর কলেজে ১৮৪ , এস.ডি মহাবিদ্যালয়ে ১২৯, হালসা আদর্শ কলেজে ৬০ , মিরপুর মহিলা কলেজে ৯৪ , ঝিনাইদহ পৌর মডেল কলেজে ৫৩ ,সবুরুন নেসা মহিলা মহাবিদ্যালয়ে ৬৫ , ফকিরহাট সরকারী মহিলা ডিগ্রী কলেজে ২১৪ , বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ডিগ্রী কলেজে ১২৯ , কুয়াদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৭৯ , বালিয়াডাঙ্গা খানপুর কলেজে ১০৭ , ইউনাইটেড আদর্শ কলেজে ১০৫, বীর প্রতীক ইসহক কলেজে ৯০, যশোর বাঘারপাড়া মহিলা কলেজে ৬৮, কুলিয়া কুচিয়ামোড়া সাঈদ আতর আলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩৩, মোহাম্মদপুর আমিনুর রহমান কলেজে ২৮৯ , সরস্বতী সিকদার গার্লস স্কুল এন্ড কলেজে ৩৩,সন্ধানি স্কুল অ্যান্ড কলেজে ১০৮, আলহাজ আলতাফ হোসেন মহিলা কলেজে ৯৩ , বিহারীলাল সিকদার সরকারী মহাবিদ্যালয়ে ১৬৩, চালনা এমএম কলেজে ৯২,অবায়পুর যমুনা সিকদার কলেজে ১৬৯ , মহেশপুর পৌর মহিলা কলেজে ১০৫, মীরদাউপুর কলেজে ৩৭ , কেডিএ স্কুল অ্যান্ড কলেজে ৭ , ছান্নির চক এল.সি. কলেজিয়েট স্কুলে ৫৬ , কচুয়া কলেজে ৮৬ , আশার আলো মঞ্জুর মহাবিদ্যালয়ে ৯৪, বি জে এম কলেজে ১০৮ , এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ৫০, হাটবোয়ালিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় ২৩ , ড. আফসার উদ্দিন কলেজে ৪৮ , মশিয়াহাটি কলেজে ১১৪ , বেগম খালেদা জিয়া মহাবিদালয়ে ১০২ , বামন্দি নিশিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৫৫, গাংনী মহিলা কলেজে ২৫৯ , ঝিকরগাছা মহিলা কলেজে ১২৪ , কাজিপুর কলেজে ১৫৬ , বান্দা উচ্চমাধ্যমিক স্কুলে ৮৯ , আলহাজ্ব সরোয়ার খান কলেজে সেনহাটি ১০৪, খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজে ৫ , মহেশ্বরপাশা শহীদ জিয়া কলেজে ৪১ , খারাবাদ উচ্চ বিদ্যালয়ে ৫০ , আদিল উদ্দিন কলেজে ৩৪৭ ,এ ম গফুর মডেল কলেজে ৪৪ , তালা মহিলা মহাবিদ্যালয়ে ২৩৪ , মোঃ শহীদুল ইসলাম কলেজে ১৯৫ , ফতেপুর শহীদ জিয়াউর রহমান কলেজে ৭৭ , খুলনা নৌবাহিনীর অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজে ৮৯ , নিমতলা কলেজে ৩৮ , সাগর খালি আইডিয়াল কলেজে ১৪৬ , আলমপুর বালিয়াপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২৬, কে এস এম ঢাকা মিনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫০ , মুজিবনগর আদর্শ মহিলা কলেজে ৩৮, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৯, কপিলমুনি সহচারী বিদ্যা মন্দিরে ১১, শেরে-ই-বাংলা কলেজে ১৪৫ , রংদিয়া স্কুল অ্যান্ড কলেজে ৯৬ , বসুন্দিয়া স্কুল অ্যান্ড কলেজে ২৭ , মুক্তিযোদ্ধা কলেজে ১৩৫, যশোর আমদাবাদ আদর্শ কলেজে ১০ , মির্জাপুর ইউনাইটেড কলেজে ৫৫ , ইসলামাবাদ কলেজিয়েট স্কুলে ৭২ , নুরুজ্জামান বিশ্বাস কলেজে ৫২ , রূপসা গার্লস কলেজে ৪৫ , ফিলিপনগর মারিচা কলেজে ৫৬, আলহাজ¦ সাইদুর রহমান মহিলা কলেজে ১১৯, দিগরাজ মহাবিদ্যালয়ে ১১৩ , সোমশপুর আবু তালেব কলেজে ১০২ , রোকেয়া মনসুর মহিলা কলেজে ৬৭, কাজী আলাউদ্দিন কলেজ ১২১, যশোর শার্শা মহিলা কলেজ ১৯২ ও ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ৫৬ শিক্ষার্থী ভর্তি হয়েছে।