Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় তিন ব্যবসায়ীকে জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৫৬:৩৩ পিএম

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :  খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পিতিবার সকালে উপজেলার জিরোপয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মাহেরা নাজনীন।

আদালত অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা ও সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মিষ্টির দোকানদার কনক কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় তিন হাজার টাকা জরিমানা, তালিকা প্রদর্শন না করা ও খালি প্যাকেটের ঠোঙাতে ওজন বেশি থাকার অপরাধে ফল ব্যবসায়ী মোঃ শাহাদাৎ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় তিন হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ব্যবসায়ী মোঃ আরিফুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট সাত  হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউশন কর্মকর্তা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও হিরণ্ময় ব্যানার্জী প্রমুখ। জনস্বার্থে ও জনস্বাস্থ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)