Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

এখন সময়: রবিবার, ১৬ নভেম্বর , ২০২৫, ০৮:৩৮:১২ এম

 

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ বোনাস, ১ হাজার ৫শ’ টাকা  চিকিৎসা ভাতা, এবতেদায়ী ও ননএমপিও ভুক্তদের এমপিওভুক্তকরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধা দ্রুত পরিশোধের দাবি জানানো হয়েছে। এ দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যশোর জেলা সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা।

এ সময় বক্তব্য রাখেন আদর্শ শিক্ষকে ফেডারেশনের জেলা উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, জেলা কলেজ শিক্ষক পরিষদের সভাপতি সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন, মাওলানা জাকির হোসাইন, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা সভাপতি রবিউল ইসলাম, আদর্শ শিক্ষক পরিষদের শহর সভাপতি অধ্যাপক আশরাফ আলী, সদর উপজেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকসানা পারভীন প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি প্রেসক্লাব মোড় থেকে শুরু করে দড়াটানা, চিত্রার মোড় হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)