শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে মাগুরা-০১ আসনের বিএনপির দল দলীয় মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব মনোয়ার হোসেন খান ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা (মাগুরা- শ্রীপুর) আসনে আগমন উপলক্ষে মাগুরার প্রবেশদ্বার শ্রীপুরের ওয়াপদা বাসস্ট্যান্ড মোড়ে উপজেলা বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান ইমাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি কুতুব উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম, মাগুরা জেলা বিএনপি ও শ্রীপুর উপজেলার বিএনপির ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলার ওয়াবদা মোড়ে নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল আলম খান রবির সভাপতিত্বে পথসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।