শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার পিতা সাচিলাপুর গ্রামের বাসিন্দা হারেজ আলী মোল্লা ইন্তেকাল করেছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।