Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে জাতীয় নির্বাচনে প্রার্থীদের ভাবনা শীর্ষক সংলাপ

যশোরে ৫শ’ শয্যা হাসপাতাল করা হবে : অমিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর , ২০২৫, ০১:০১:০৯ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি এমএম কলেজ মাঠে বুধবার স্টার টিভির উদ্যোগে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রার্থীদের ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন যশোর ৩ আসনের বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাত পাখা মার্কা প্রতীকের প্রার্থী শোয়াইব হোসাইন, যশোরে জেলা জামায়াতের আমির ও ৪ আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী অধ্যক্ষ গোলাম রসুল ও এনসিপি যশোরের প্রধান সমন্বয়কারী নূরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার টিভির সিনিয়র রিপোর্টার নায়িম আবির। এসময় স্টার টিভির যশোর প্রতিনিধি জাহিদ হাসান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নাগরিকদের বিএনপি দলীয় প্রার্থীর কাছে প্রশ্ন ছিল আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারলে বিএনপি যশোরের ৫শ শয্যা হাসপাতাল নির্মাণ, ভৈরব নদ দখলমুক্ত করে পানি প্রবাহ ফেরানো ও কিশোর সন্ত্রাসীদের দমন, চাঁদাবাজি ঠেকাতে কি ভূমিকা নেবে।

জবাবে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর ৩ আসনের ধানের শীর্য প্রতিকের মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত ১৬ বছর আগেই মেডিকেল কলেজের সাথে ৫শ শয্যা হাসপাতাল নির্মাণকাজ শেষ হবার কথা ছিল। কেননা এর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালে যশোর মেডিকেল কলেজ অনুমোদন পায়। কিন্তু বিগত সরকারের কথিত জনপ্রতিনিধিরা ৫শ শয্যা হাসপাতাল নির্মাণকাজ শুরু করতে পারেনি। আমি কথা দিচ্ছি জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতার দায়িত্বভার দেন। তাহলে ৫শ’ শয্যা হাসপাতাল নির্মাণ করা হবে খুব দ্রুততার সাথে। যশোর আড়াইশ শয্যা হাসপাতালেও সেবার মান বাড়ানো হবে। একই সাথে নাগরিকদের সাথে আলাপ করে যশোরকে কিভাবে বিভাগ অথবা সিটিকর্পোরেশন করা যায় তার বাস্তবায়ন করা হবে। বিগত জনপ্রতিনিধিদের ছত্রছায়ায় যশোরকে অশান্ত করে রাখে কিশোর সন্ত্রাসী ও চাঁদাবাজরা। এখনও তাদের কার্যক্রম বিরাজমান। আমরা পুলিশ প্রশাসনকে বলেছিলাম। যারা সন্ত্রাসী কর্মকান্ড করছে বা চাঁদাবাজি করছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। অথচ পুলিশ প্রশাসন সেটি করতে পারেনি। বিএনপি ক্ষমতায় গেলে বিগত সরকারের মতো আমরা এসব সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেবো না। সন্ত্রাসীরা কোনো দলের হতে পারেনা। তারা সুযোগ সন্ধানী। এদেরকে সম্মিলিতভাবে দমন করা প্রয়োজন।

তিনি বলেন, যশোরের দু;খ ভবদহের সমস্যা নিরসনে বিএনপি আন্তরিকতার সাথে কাজ করবে। যেন মানুষের দুর্ভোগ লাঘব হয়। আমরা ভৈরব নদকে দখলমুক্ত করে তার পানি প্রবাহ ফিরিয়ে আনব। এতে করে নওয়াপাড়া নদী বন্দরে বড় লাইটারেজ জাহাজ ভিড়তে পারবে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ গোলাম রসুল বলেন, জনগণের ভোটে জামায়াত সরকার গঠন করতে পারলে ভবদহের মানুষের সমস্যা নিরসন করা হবে। কেননা বিগত সরকারের সময়ে হাজার কোটি টাকার প্রকল্প এনে লুটপাট করা হয়েছে। আমরা জলাবদ্ধতা নিরসনে সঠিক কর্মপরিকল্পনা নেবো। সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ধমীয় সম্প্রতি বজায় থাকবে। আমরা জাতীয় নির্বাচনের আগেই গণভোট চাই। যাতে জুলাই সনদের আইনের ভিত্তি দেয়া হয়।

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা শোয়াইব হোসাইন বলেন, জনগণের ভোটে আমার দল সরকার গঠন কতে পারলে যশোরের উন্নয়নে সব কাজ করা হবে। আমরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গরবো। যাতে করে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।

এনসিপি যশোরের প্রধান স্বমন্নয়কারী নূরুজ্জামান বলেন, জুলাই সনদের আইনি ভিক্তি ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তবে জুলাই সনদের ভিত্তি পাশ হলে ফেরুয়ারি মাসে নির্ভাচনে আপত্তি নেই। তিনি বলেন, সন্ত্রাসীরা সুযোগ সন্ধ্যানী। তারা নিজেদের প্রয়োজনে সরকারি দলের সাথে যুক্ত হন। পরে জনগণের ভোগান্তির কারণ হন।

অনুষ্ঠানে যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি শাহবুদ্দিন বিশ্বাস, ক্রিড়া সংগঠক মাহাতব নাসির পলাশ, যশোর পূজা পরিষদের সভাপতি দিপংকর দাশ রতন, যশোর নাগরিক সমাজের সমন্নয়কারী মাসুদুজ্জামান, বিবর্তন যশোরের সাবেক সাধারণ সম্পাদক নওরোজ আলম খান চপল প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)