কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে কালিগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন (২১) উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আঃ মান্নানের ছেলে। তিনি প্রবাসে যাওয়ার জন্য সকল প্রস্ততি সম্পন্ন করেছেন। অপর দিকে মারাত্মকভাবে আহত হয়েছে তৌফিক হোসেন ও জিহাদ হাসান।
স্থানীয় বাসিন্দারা জানান, সুমন শেখ সন্ধ্যায় দিকে কালীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। অপরদিকে কোটচাঁদপুর থেকে তৌফিক ও জিহাদ একই মোটরসাইকেলে ঝিনাইদহে যাচ্ছিলেন। তালেশ্বর বাজার এলাকায় আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমন হোসেন সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। অপর আহত ২ জনকে স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন বলেন, সুমন হোসেন হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের রেফার্ড করা হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত ও ২ জন আহত হয়েছে।