নিজস্ব প্রতিবেদক : যশোরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুরবিতান সঙ্গীত একাডেমির সাবেক সভাপতি প্রয়াত আবু সালেহ তোতার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় একাডেমি নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এসময় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরবিতান সংগীত একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড বাসুদেব বিশ্বাস।
সহসভাপতি কাজী শওকত শাহীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা দেবব্রত ঘোষ, অধ্যক্ষ এনামূল হক, সহসভাপতি ফিরোজ হোসেন, প্রয়াত আবু সালেহ তোতার পুত্র আবু শাহরিয়ার মিতুল প্রমুখ। অনুষ্ঠানে আবু সালেহ তোতার জীবনী পাঠ করে শোনান প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মৌরানী বসু।
চিত্রাংকন প্রতিযোগিতায় ৪ টি গ্রুপে বিভিন্ন সংগঠনের ৯০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে শিশু শিশুদের অংশ গ্রহনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।