প্রেসবিজ্ঞপ্তি : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ২১তম প্রতিষ্ঠা উদযাপন উপলক্ষে যশোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালেক্টরেট চত্বর থেকে র্যালি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার । র্যালি শেষে রেডক্রিসেন্ট সোসাইটির সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সিবাস’র জগবন্ধু বিশ্বাস। বক্তব্য রাখেন ধারা’র লিপিকা দাশ গুপ্তা, পল্লী ওয়েলফেয়ার এসোসিয়েশনের এস. এম নজরুল ইসলাম, বাংলাদেশ ফাউন্ডেশনের মোঃ আব্দুল লতিফ, সেভ সোসাইটির মনোয়ারা বেগম, মা ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের এম মোশাররফ হোসেন, পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার বাবুর আলী গোলদার। আলোচানা সভা পরিচালনা করেন সার্ক’র মোঃ আব্দুস সাত্তার।