Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই খুন

এখন সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর , ২০২৫, ০২:০৭:২০ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার বেতাই গ্রামে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সোহেল রানা (৪২) খুন হয়েছেন। তিনি ওই গ্রামের সফিউদ্দীনের ছেলে। রোববার বিকালে বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব দিতে না পারায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই খুনের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ছোট ভাই জুয়েল রানা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। বড় ভাই জুয়েল টাকার হিসাব না দিয়ে ছোট ভাইকে মারধর করায় বিরোধ চলে আসছিল।
প্রতিবেশী ও স্থানীয় গান্না ইউনয়নের মেম্বর বিপুল হোসেন জানান-রোববার বিকালে দুই ভাইয়ের দ্বন্দের জের ধরে সোহেল রানা ছোট ভাইয়ের দিকে শাবল ও কুড়াল ছুড়ে মারে। পরবর্তীতে রান্নাঘরের বটি এনে আরেকদফা জুয়েলকে আঘাতের চেষ্টা করে। এ সময় জুয়েল রান্না করা বটি তার সামনে এসে পড়লে সেই বটি দিয়ে সোহেলের ঘাড়ে কোপ বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মারা যায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা জানান, গান্না ইউনিয়নের বেতাই মাঠপাড়া গ্রামে সোহেল নামে একজন খুন হয়েছে। টাকা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দে এই খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রোববার বিকালে লাশ উদ্ধার করেছে। ছোট ভাই জুয়েলকে ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)