প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা: প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ও জেলা কমিটির সদস্য হাবিবা শেফা।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক সায়েদা বানু শিল্পী, এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, এসসিডিও-র নির্বাহী পরিচালক সুকান্ত দাস, এডাব-র সদস্য সচিব মো: আহসান হাবিব, জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার, দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সাংবাদিক তহমিনা বিশ্বাস, বঞ্চিতার সভাপতি মমতাজ বেগম, সদস্য সুফিয়া আক্তার সুইটি, সদস্য সুমা বড়াল প্রমুখ।