নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের একটি টিম। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (নিয়মিত) ডা. মুজিবুর রহমান পরিদর্শন টিমের নেতৃত্ব দেন। মঙ্গলবারহাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগ তদন্তে এসে হাসপাতালের নানা কার্যক্রম ঘুরে দেখেন টিমের সদস্যরা।
জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবায় নানা অনিয়ম নিয়ে পত্র-পত্রিকায় প্রকাশিত খবর আমলে নেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। খবরের সূত্র ধরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মুজিবুর রহমান হাসপাতালে তদন্তে আসেন। জরুরি বিভাগ, সার্জারী ওয়ার্ড, মডেল ওয়ার্ড, পরিদর্শন শেষে হাসপাতাল মিলনায়তন কক্ষে মতবিনিময় সভায় বসেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক অর্পনা বিশ্বাস, পরিচালক অফিসের প্রধান সহকারি মাসুম রেজা প্রমুখ। হাসপাতালের চিকিৎসক ও সেবিকারা সভায় অংশগ্রহণ করেন।