বাগেরহাটে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৬:৩৪:০৯ এম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার সাংবাদিকদের জন্য “মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩দিনব্যাপী এক প্রশিক্ষণ” কর্মশালা বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা।

এতে ৩৫ জন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নিচ্ছেন।  ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণে ভিডিও রেকডিং, ভিডিও সম্পাদনা ও স্টোরি তৈরিসহ নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল বাকী তালুকদার, পিআইবির প্রশিক্ষক শাহ আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম দিনের প্রশিক্ষণ পরিচালনা করেন আজকের পত্রিকার ফ্যাকচেক বিশেষজ্ঞ সাহস মোস্তাফিজ। আগামীকাল বৃহস্পতিবার প্রশিক্সণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।