নিজস্ব প্রতিবেদক: যশোর বাঘারপাড়ায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় আটক সুমন পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। সুমন পাল বাঘারপাড়ার রায়পুর গ্রামের রনজিৎ কুমার পালের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, সুমন পাল রায়পুর বাজারে ফ্লাক্সি লোড ব্যবসায়ী। তিনি একাদশী বার্তা ফেসবুক গ্রুপের একটি পোস্ট তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে রায়পুর বাজার এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কওমি ওলামা পরিষদের নেতাকর্মীরা রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে এসে অবস্থান নেন। বিদ্বেষমূলক এ পোস্টে লেখা ছিলো, আমরা চারটা বিয়ে করি না। অন্য ধর্মের মানুষের সম্পদকে গণি মতের মাল মনে করি না। জোর করে ধর্ম পরিবর্তন করি না। হিল্লে বিয়ে করি না। শ্বশুর হয়ে পুত্রবধূকে ধর্ষণ করি না। ৫৩ বছর বয়সে ৬ বছরের শিশু কন্যাকে বিয়ে করে ধর্ষণ করি না। রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যে বিয়ে অথবা যৌন মিলন করি না। বিশ্বের যেকোন দেশে হিন্দু পরিচয় দিলে, আমাদের জঙ্গি বলে ঘৃণা করে না। একাদশী বার্তা ফেসবুক গ্রুপের এ রকম ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট সুমন শেয়ার করার পর বিষয়টি জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়। ২২ ফেব্রুয়ারি পুলিশ সুমনকে আটক করে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন।