সাংবাদিক অমিত হাবিবের মৃত্যু, মহেশপুরে দাফন

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০১:৪১:৫৬ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিব বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর গ্রামের খন্দকার তওহিদুল হকের ৩ ছেলের মধ্যে বড় ছেলে ছিলেন অমিত হাবিব। মহেশপুরে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। শুক্রবার মাগরিফবাদ জিন্নাহনগর গ্রামের নিজ বাড়ির প্রাঙ্গণে অমিত হাবিবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এমপি আলহাজ শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, জেলা পরিষদের সদস্য এমএ আসাদ, মান্দারবাড়ীয়া আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর কইজ আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু,সাধারণ সম্পাদক আশাবুল আবাফ শিমুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও গ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করেন।   
এর আগে বিকেল ৫টায় ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক অমিত হাবিবের জানাজা অনুষ্ঠিত হয়। জেলার সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী,সরকারী কর্মকর্তাবৃন্দ জানাজায় উপস্থিত ছিলেন।
দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সম্পাদক অমিত হাবিবের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুল আজম খান চঞ্চল,উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক সীর সুলতানুজ্জামান লিটন, মহেশপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক, প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক শেখ এনামুল হক দুলু, প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন,সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, সাংবাদিক পলাশ রহমান, বিএম ওয়াদুদ, আব্দুস সেলিম,আজাদ বিশ^স,আব্দুর রহিম,রাজন মিয়া, জেলা পরিষদের সদস্য এম এ আসাদ,মান্দারবাড়ীয়া আওয়ামী লীগের সভাপতি হারুন আর রশিদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি শাহেদ মেহেবুব রনজু,সাধারণ সম্পাদক আশাবুল আবাফ শিমুল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল খানসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। 
অমিত হাবিব ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ পত্রিকায় সিনিয়র সাব-এডিটর পদে যোগ দেন। এর পর ১৯৯২ সালে একই পদে যোগ দেন দৈনিক ভোরের কাগজে। অল্প দিনের মধ্যেই তিনি পদোন্নতি পেয়ে যুগ্ন বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক হন একই পত্রিকায়। 
২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান সাংবাদিক অমিত হাবিব। ২০০৮ সালে তিনি দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন। পরের বছর ২০০৯ সালে সমকাল পত্রিকা ছেড়ে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেন। অমিত হাবিব ২০১৩ সাল থেকে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং ২০১৭ সাল থেকে খ্যাতিমান সাংবাদিক অমিত হাবিব দৈনিক দেশ রুপান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।