যশোরসহ বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা দিবস উদযাপন

এখন সময়: শনিবার, ২৭ এপ্রিল , ২০২৪, ০২:৩৩:২১ পিএম

 

স্পন্দন ডেস্ক: যশোরসহ বিভিন্ন স্থানে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ, র‌্যালি, আলোচনা সভা, বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিতÑ

যশোর

জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল ময়দানের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে সংম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, দেশ স্বাধীন হলেও শত্রু মুক্ত হয়নি। এ দেশে এখনো পাকিস্তানি দোসররা ঘাপটি মেরে রয়েছে। নতুন করে ঝাঁপিয়ে পড়তে অগ্রসর হচ্ছে। দেশের অর্জন বিনষ্ট করা এখন তাদের মূল লক্ষ্য।  তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক চেতনার মানুষেরা সব সময় শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে।

জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে  এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ,  মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, উপ-প্রধান রবিউল আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টু, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, নজরুল ইসলাম চাকলাদার, কাজী আব্দুস সবুর হেলাল, আব্দুস সাত্তার ও  জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহামুদ হাসান বুলু। অনুষ্ঠাটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয় কর্মকর্তা সাধন দাস ও শিক্ষক আহসান হাবিব পারভেজ।

এর আগে সকালে শহরের পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান।

এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাঈফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ চৌধুরী, সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ^াস প্রমুখ।

এ ছাড়াও পুষ্পার্ঘ্য অর্পন করে জেলা আওয়ামী লীগ, জেলা শ্রমিকলীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, বিএনপি, মহিলা দল,  সিপিবি, ওয়ার্কাস পার্টি, জাতীয় সমাজতান্ত্রিদ দল-জাসদ যশোর জেলা শাখা, জেলা মহিলা আওয়ামী লীগ,  জেলা যুবমহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব,  যশোর সরকারি এমএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার,  জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, উপ-মহাব্যবস্থাপক টেলিকম, তুলা উন্নয়ন বোর্ড, জেলা মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, এল, জি.ই.ডি, জেলা ডাক বিভাগ, আনসার বাহিনী, যশোর সরকারি মহিলা কলেজ, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন  (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, দৈনিক স্পন্দন, লোকসমাজ, সমাজের কথা, শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঘাতক দালাল নির্মূল কমিটি,  জয়তী সোসাইটি, জিলা স্কুল, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, যশোর কালেক্টারেট স্কুল, ডা. আব্দুর রাজ্জক মিউনিসিপ্যাল কলেজ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, যশোর সরকারি কলেজ, হামিদপুর আল হেরা কলেজ, যশোর পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

অভয়নগর (যশোর)

রেলস্টেশনে শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা প্রমুখ। এদিকে নওয়াপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দীন, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, সদস্য মল্লিক খলিলুর রহমান, শেখ আসাদুল্লাহ আসাদ, গাজী রেজাউল করিম, রাজয় রাব্বি প্রমুখ।

চৌগাছা (যশোর)

স্বাধীনতা দিবসের চিত্রাঙ্কন, খেলাধুলা, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেনসংসদ সদস্য ডা. তৌহিদুজ্জামান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তনিছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা, থানার ওসি ইকবাল বাহার চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের সভাপতি আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম মিয়া, সহসভাপতি কাউন্সিলর আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ও জগদীশপুর ইউপির সাবেক চেয়ারম্যান তবিবর রহমান খান, এসএম সাইফুর রহমান বাবুল, মাস্টার তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর সোহেল ও পাশাপোল ইউপি চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ, চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সম্পাদক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।

মণিরামপুর (যশোর)

সকালে উপজেলা পারিষদের সামনে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, যশোর-৫ আসনের এমপি এস এম ইয়াকুব আলীর পক্ষে, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, মুক্তিযাদ্ধা সংসদ, মণিরামপুর থানা পুলিশ, মণিরামপুর পৌরসভা, মণিরামপুর প্রেসক্লাব, উপজলা আনসার ও ভিডিপি অফিস, ফায়ার সার্ভিস, অফিসার্স ক্লাব, মণিরামপুর সরকারি কলেজ, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটির আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানম,  কমান্ডার আলাউদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামান।

কেশবপুর (যশোর)

উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। এসব কর্মসূচিতে অংশ নেন জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন প্রমুখ। এদিন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাংকন, কবিতা আবৃত্তিসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

খুলনা

গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুনু রেজা, বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, পুলিশ কমিশনার মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রমুখ। খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডির) উদ্যোগে খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শন হয়।

ফুলতলা (খুলনা)

উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরাজানা ফেরদৌস নিশা। বিশেষ অতিথি ছিলেন ওসি রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন মোড়ল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বিলকিস আক্তার ধারা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা।

পাইকগাছা (খুলনা)

স্মৃতি সৌধ চত্বরে সংসদ সদস্য মো রশীদুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, মুক্তিযোদ্ধা সংসদের জামির হোসেন, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী পুলিশ সুপার (ডি) সার্কেল সাইফুল ইসলাম, থানার  ওসি ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু পুুষ্পস্তবক অর্পণ করেন। 

বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ সংসদ সদস্য মো রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি ওবাইদুর রহমান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।

কালিগঞ্জ (সাতক্ষীরা)

সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, থানার অফিসার ইনচার্জ শাহিন ও কালিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম।

সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ এর সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম আতাউল হক দোলন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী, থানার অফিসার ইনচার্জ মো. শাহিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম ও দীপালী রানী ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদৌস শিমুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম গোলাম।

আশাশুনি

শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের নেতৃত্বে উপজেলা পরিষদ, ইউএনও রনি আলম নূরের নেতৃত্বে উপজেলা প্রশাসন, অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমারের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ, সাব-রেজিস্ট্রিার রিপন মুন্সির নেতৃত্বে সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হান্নানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আশাশুনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হকের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা ওয়্যার হাউজ ইন্সপেক্টর নুরুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা কৃষক লীগের সভাপতি এম এম বি রাশেদ সরোয়ার শেলীর নেতৃত্বে কৃষক লীগের নেতৃবৃন্দ, আশাশুনি মহিলা কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলামের নেতৃত্বে মহিলা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠন।

মহেশপুর (ঝিনাইদহ)

সকালে সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজি, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন প্রমুখ জাতির জনক বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে মহেশপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দীন মিয়াজি।

বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস,সহকারী কমিশনার (ভূমি) শরিফ শাওন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল,ে পৗর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি আব্দুস সাত্তার প্রমুখ।

কালীগঞ্জ (ঝিনাইদহ)

সকালে প্যারেডে  সালাম গ্রহণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আসিফ।

বাগেরহাট

দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন। বক্তৃতা করেন পুলিশ সুপার আবুল হাসানাত খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন. বীর মুক্তিযোদ্ধা রিশিকেশ দাস, বীরমুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন, বীরমুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক,  এ্যাড মোহাম্মদ আলী, খান সিদ্দিকুর রহমান,সাংবাদিক সরদার শকুর আহম্মেদ, শেখ আজমল হোসেন প্রমুখ। া প্রদান করেছে ।

শরণখোলা (বাগেরহাট)

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদ্যাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খান।

নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও বীরমুক্তিযোদ্ধা আবু জাফর জব্বারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এমএ খালেক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীরমুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, বীরমুক্তিযোদ্ধা নজির আহম্মেদ বাদশা, সদানন্দ হালদার ও আবু রাজ্জাক আকন। 

ফকিরহাট (বাগেরহাট) 

কুচকাওয়াজ প্রদর্শনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা প্রমুখ।

মাগুরা

সকাল ৭টায় মাগুরা নোমানী ময়দানে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহম্মাদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগগের সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন শামীম কবির, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাকিব আল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরুর রেজা কুটিল প্রমুভ।

শ্রীপুর (মাগুরা)

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল গনি শাহীন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, নারগিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম, সাবেক সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ।