Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে কাব কার্নিভাল অনুষ্ঠিত মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

এখন সময়: রবিবার, ১৩ জুলাই , ২০২৫, ১০:৪৩:২৭ পিএম

 

‘চলো আনন্দে মাতি, কাব কার্নিভালে একসাথে হাঁটি’ এই স্লোগানে মহম্মদপুর সদরের সরকারি আর.এস.কে.এইচ. ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার।

সোমবার বাংলাদেশ স্কাউট্স, মহম্মদপুর উপজেলা শাখার উদ্যোগে শিশু-কিশোরদের নৈতিকতা, নেতৃত্ব ও শৃঙ্খলা গঠনের লক্ষ্যে দিনব্যাপী ব্যতিক্রমধর্মী প্রাণবন্ত ভাবে উদযাপিত হলো ‘কাব কার্নিভাল ২০২৫’।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহম্মদপুর সদরের সরকারি আর.এস.কে.এইচ. ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. নাসিরুল ইসলাম, প্রেসক্লাব মহম্মদপুর এর সভাপতি আজিজুর রহমান টুটুল, স্কাউটস এর সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রবিশ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাওয়াহীদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ আলম।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, স্কাউট নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)