সুব্রত সরকার,মহম্মদপুর(মাগুরা): নতুন ব্যাগ নিয়ে বিদ্যালয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চমকে গেল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বৈরি আবহাওয়া উপেক্ষা করে হঠাৎ মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহীনুর আক্তার।তিনি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে শিক্ষা উপকরন স্কুল ব্যাগ উপহার দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার মো: ওয়াসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুরাদ আলী,তথ্যসেবা কর্মকর্তা এ্যামেলিয়া জামান সেতু, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মো: মাসুদ রানা প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি’র তহবিল হতে ২০২৪-২৫ অর্থবছরে উপজেলার ৮ টি ইউনিয়নের ১০৪৬ জন ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে এসব স্কুল ব্যাগ ক্রয় করে তা বিতরন করা হচ্ছে ।
শিক্ষার্থীরা জানান, আমাদের ইউএনও স্যারের হাত থেকে বিনামুল্যে নতুন স্কুল ব্যাগ পেয়ে অনেক ভালো লেগেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহীনুর আক্তার বলেন, শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। মাদকমুক্ত সমাজ গড়তে হলে এই সব ছোট শিশুদেরকে শিক্ষার প্রতি অধিক মনোনিবেশ স্থাপন করানোই আমাদের মুল উদ্দেশ্য।