নিজস্ব প্রতিবেদক: ৭ দফা দাবিতে আগামী ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর শহর জামায়াতে ইসলামী বাংলাদেশ শনিবার সন্ধ্যায় শহরের মণিহার ও খাজুরা স্ট্যান্ডে মিছিল বের করে।
মিছিল দুটিতে নেতৃত্ব দেন জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন,অ্যাডভোকেট আব্দুর রহমান, শহর সেক্রেটারি ইমরান হোসাইন, সহকারী সেক্রেটারি গাজী মুকিতুল হক, আশরাফুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আশরাফ আলী, মাইনুল ইসলাম প্রমুখ।