নিজস্ব প্রতিবেদক : বন্ধুদের সাথে ভৈরব নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে যশোর সদরের নুরপুর গ্রামের উজির আলীর শিশু ছেলে জিহাদ হোসেন (১০)। ঘটনাটি ঘটেছে শানতলায়।
শনিবার দুপুর আড়াইটার দিকে ছোট বন্ধুদের সাথে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করার উদ্দেশ্যে ব্রিজ হতে লাফ দেয় কয়েকজন বন্ধু মিলে। পরবর্তীতে জিহাদ ভেসে না উঠলে তার সাথের বন্ধুরা চিৎকার দিলে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুজি শুরু করে। বহু খোঁজাখুজির পরও জিহাদের কোনো সন্ধান না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সেখানে পৌঁছায়। তারা নদে নামে তল্লাশি করে। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত নয়টায়) জিহাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এদিকে জিহাদ নিখোঁজের সংবাদ ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় শত শত নারীর পুরুষ জড়ো হয়। তারাও নিজ উদ্যোগে নিখোঁজ শিশুর খোঁজ করে।
যশোর সেনানিবাসের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খন্দকার মিরাজুল ইসলাম জানান, অন্ধকার হয়ে যাওয়ায় নয়টার দিকে উদ্ধার অভিযান শেষ করা হলো। আগামীকাল (আজ রোববার) সকাল ৮ টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।