মোংলা প্রতিনিধি: বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে মোংলার মাদক ব্যবসায়ী মুনসুর হেলাল মুন্সি ওরফে দুখু (৩৩)কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থ দন্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দুখু মোংলা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কবর স্থান রোড এলাকার বড় পুকুর পাড় সংলগ্ন মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাটের জেলা কার্যালয় এর উপপরিদর্শক আমিরুল ইসলাম জানান, সোমবার সকালে মোংলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী দুখুকে ৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুখুকে তিন মাসের বিনাশ্রম কারদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।