 
                    স্পন্দন ডেস্ক : গণভোট নিয়ে যে সিদ্ধান্তই হোক না কেন-জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে, কোনো শক্তি তা পেছাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেছেন, “আমাদের উপদেষ্টা পরিষদ, ক্যাবিনেট, চীফ উপদেষ্টা, উনারা এটার (গণভোট) ব্যাপারে ডিসিশন নিবেন। বাট যেকোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন ১৫ ফেব্রুয়ারির আগে-ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কোনো শক্তি নাই এ ইলেকশনকে পিছানোর।”
শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
‘কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে। আমি এককথা বলব, আরেকজন আরেক কথা বলবেন এটাই নিয়ম। পলিটিক্যাল পার্টিগুলো, মানে পুরো পৃথিবীতে এটাই নিয়ম।”
ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুল নাঈম প্রমির সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত প্রশাসক ইসমাঈল হোসেন।