ম.ম.রবি ডাকুয়া, মোংলা: সুন্দরবনে যত্রতত্র ছড়ানো ছিটানো অসংখ্য ফাঁদ। এর মধ্যে একটি হরিণকে ফাঁদ থেকে উদ্ধার করে সুস্থ অবস্থায় বনে অবমুক্ত করেছে বনবিভাগের টহল দল।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জোংড়া টহল ফাঁড়ির ফরেস্টার নজরুল ইসলাম জানান, জোংড়া টহল ফাঁড়ির সীমানা খাল সংলগ্ন বনাঞ্চলে বিকেলে পায়ে পেট্রলিং ইঞ্জেকশন চলছিল। সেই সময় তারা সিঙ্গেল মালা ফাঁদে আটকে থাকা এক পুরুষ চিত্রা হরিণকে খুঁজে পান। পরে ফাঁদে আটকে থাকা হরিণটিকে তাৎক্ষণিকভাবে মুক্ত করে ঘটনাস্থলে পরীক্ষা করে বনেই ছেড়ে দেয়া হয়।
ঘটনাস্থল পার্শ্ববর্তী এলাকায় আরও তল্লাশি চালিয়ে বনকর্মীরা মোট ১০ সিঙ্গেল মালা ফাঁদ ও ৪ সিটকা ফাঁদ উদ্ধার করেছেন। উদ্ধার করা ফাঁদগুলি নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি।