ম.ম.রবি ডাকুয়া মোংলা: নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মোংলায় প্রায় দেড় যুগ পর উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। যা নিয়ে নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমাজ আর আনন্দ উল্লাস।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোংলা পৌর যুবদলের আয়োজনে মোংলা শ্রমিক সংঘ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিলসহ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রমিক সংঘ চত্বরে শেষ হয়।
র্যালি ও আনন্দ মিছিলে যুবদলের নেতা-কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে ও নাচ-গানে অংশ নেন। এতে মোংলা পৌর বিএনপি, জেলা যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোংলা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন এবং সঞ্চালনায় ছিলেন সাবেক জেলা যুবদলের সদস্য ও সাবেক কাউন্সিলর মো. আলাউদ্দিন।
প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্ল্যা সুজন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট উপজেলা যুবদলের আহ্বায়ক এস. এম. এ. হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইক, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম। প্রধান বক্তা ছিলেন মোংলা পৌর যুবদলের সদস্য সচিব এম. এ. কাশেম।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।