ফুলতলা (খুলনা) প্রতিনিধি: ফুলতলার আস-সুন্নাহ মডেল মাদ্রাসার এক অভিভাবক সমাবেশ ও ছবক প্রদান অনুষ্ঠান শনিবার সকালে মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল এবং ফুলতলা বাজার আহমাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও হাফেজ মাহদি হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন শিরোমনি হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ইবরাহীম, নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. হাসানুর রহমান, ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মাহবুবুর রহমান, সরদার আবিদ হোসেন (মুক্তি)। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।