Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সাঁড়াশি অভিযান চলছে

নৈরাজ্য-নাশকতার আশঙ্কায় আজ নিরাপত্তা চাদরে থাকবে যশোর

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ১২:৫৫:০১ এম

 

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা হয় গত বৃহস্পতিবার। ওই দিন সারা দেশে ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

আজ সোমবার শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে রোববার ও আজ সোমবার সমাজমাধ্যমে শাটডাউনর কর্মসূচির ডাক দিয়ে দেশ অচল করার ঘোষণা দেয় আওয়ামী লীগ।

যশোর শহরের উপশহর পার্ক সংলগ্ন এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দেবার ঘটনা ঘটে। গত ১৩ নভেম্বর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়া হয়।

বাসটির সুপারভাইজার মাগুরার শ্রীপুরের বাসিন্দা হান্নান খান জানান, ‘রাহিন স্পেশাল’ নামের বাসটি যশোর-মাগুরা রোডে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো রাতে বাসটি উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়। তবে আমি রাতে বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসায় ফেরার পর খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।

এদিকে শাটডাউন কর্মসূচি ঘিরে দেশজুড়ে নৈরাজ্য-নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি নিয়ে দেশজুড়ে নৈরাজ্য-নাশকতার আশঙ্কা রয়েছে। শেখ হাসিনার রায় ঘিরে মাঠে নামার চেষ্টায় রয়েছেন দলটির নেতাকর্মীরা। তবে এসব নৈরাজ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে।

যশোর পুলিশের কর্মকর্তারা জানান, যশোর জেলা আজ সোমবার নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। এর মধ্যেই দেশবিরোধী আপরাধে যুক্ত থাকায় বেশ কয়েকজনকে জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম।

খোঁজ নিয়ে জানা গেছে, যশোরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ক্লাস হবে। সে জন্য মোড়ে মোড়ে সতর্ক অবস্থায় থাকবে পুলিশ। পরিকল্পনা অনুযায়ী শনিবার রাত থেকেই পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। আবাসিক হোটেলের রেজিস্টার খাতা দেখে কারা সেখানে অবস্থান করছেন, তা-ও খুঁজে দেখছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করছে পুলিশ সদস্যরা।

শাটডাউন কর্মসূচিতে নাশকতা ঠেকাতে গতকাল ৬৪ জেলার ডিসি ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেছে সরকার। এদিকে আজ ‘শাটডাউন’ কর্মসূচি থাকলেও সারা দেশে গণপরিবহন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে শ্রমিকদের সতর্কভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান। অবৈধ কর্মকান্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাটডাউনে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে যশোর পুলিশের  বিভিন্ন ইউনিট। এরই মধ্যে বাড়তি নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পুলিশ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে বাড়ানো হয়েছে তৎপরতা। বিশেষ করে সন্ধ্যার পর যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে চোখ রাখছে সব থানার পুলিশ ও ডিবির টিম।

জেলার প্রায় ২০০ পয়েন্টকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা করেছে পুলিশ।  প্রতিটি পয়েন্টের তদারকিতে এই নিরাপত্তা ছক সাজানো হয়েছে।

এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, ‘যেকোনো ধরনের নাশকতা বা অরাজকতা ঠেকাতে পুলিশ সব সময় তৎপর। পুরো যশোর জেলা নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। সেই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে এবং যেকোনো ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছে।

শাটডাউন কর্মসূচি ঘিরে পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি জানান, শাটডাউন ঘিরে বাড়তি প্রস্তুতির অংশ হিসেবে বিভিণ্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোয় নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)