Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা জাকারিয়া মিলনের ইন্তেকাল

এখন সময়: সোমবার, ১৭ নভেম্বর , ২০২৫, ০৮:৪৩:০১ পিএম

 

নিজস্ব প্রতিবেদক : যশোরের  বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ ব্যাংক কর্মকর্তা  এ এ এম জাকারিয়া মিলন আর নেই।  শনিবার দিবাগত রাত ২ টা ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক কন্যা, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রোটারিয়ান  এ জেড এম সালেকের বড় ভাই এ এ এম জাকারিয়া মিলন  ১৯৭০ সালে যশোর সরকারী মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।   রোটারী কেনায়েত আলী-আনোয়ারা খাতুন ওল্ডহোম, বাঘারপাড়ার আজমেহেরপুর গ্রামে এতিমখানা ও ফ্রি চিকিৎসা কেন্দ্র সহ অনেক সেবামুলক প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠাতা তিনি। ব্যাংকে কর্মরত থাকাকালীন  অসংখ্য বেকারের চাকরি  দিয়ে  কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি।  তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিসহ বিভিন্ন ব্যাংকে উচ্চ পদে চাকরি করেছেন।

এ দিকে তার মৃত্যু সংবাদ জানাজানি হলে স্বজন, প্রিয়জনসহ সাধারণ মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। 

বাদ এশা যশোর ঈদগাহ ময়দানে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে  বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে   শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় মরহুমের কফিনে। 

বাঘারপাড়া উপজেলার আজমেহেরপুর গ্রামে তাঁর প্রতিষ্ঠিত মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)