বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার ৪৬ নম্বর মহিরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে বিদ্যালয় খুলতে গিয়ে চুরির বিষয়টি নজরে আসে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. রাজু আহমেদ বিদ্যালয় খুলে দেখতে পান পেছনের একটি জানালার কপাট ও লোহার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করেছে চোর বা চোরেরা। এ সময় অফিস কক্ষের একটি স্টিলের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ সময় চোরেরা আনুমানিক পাঁচ হাজার টাকা ও একটি দামী মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে ।ঘটনার পরপরই বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুনকে জানানো হয়। তিনি বিদ্যালয়ে এসে পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্থানীয়দের পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের বারান্দা ও আশপাশের এলাকায় কিছু উঠতি বয়সের যুবক নিয়মিত আড্ডা ও মাদক সেবন করে থাকে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্য থেকেই কেউ এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। এর আগেও বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট, তালা ভাঙা, দরজা ক্ষতিগ্রস্ত করা এবং শ্রেণিকক্ষের ভেতরে অশোভন কার্যকলাপের মতো ঘটনা ও ঘটিয়েছে কে বা কারা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা খাতুন বলেন,বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।